kalerkantho


ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী প্রতিনিধি    

২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:১৮ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া নামক স্থানে শুক্রবার ভোরে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন  ফেনীর পশ্চিম ফাজিলপুরের আহম্মদ উল্যাহ পাটোয়ারির ছেলে পিকআপ চালক ইকবাল হোসেন পাটোয়ারি (৩০) ও নোয়াখালীর সেনবাগ উপজেলার বড়চারি গ্রামের মৃত আমিনুল হক পাটোয়ারির ছেলে মিল শ্রমিক শামিম হোসেন (২২)।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া মোহাম্মদিয়া ময়দার মিলের সামনে মিলের নিজস্ব একটি পিকআপ বিকল হয়ে গেলে মেরামত করা অবস্থায় পেছন থেকে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন।

অপর এক শ্রমিক আলী ফরাজী গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা মোহাম্মদিয়া মিলের কর্মরত শ্রমিক।মন্তব্য