kalerkantho


ঝালকাঠিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ঝালকাঠি প্রতিনিধি    

২২ ফেব্রুয়ারি, ২০১৮ ২৩:২৯ঝালকাঠিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ছবি : কালের কণ্ঠ

ঝালকাঠি শিশু পার্কে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শিশুপার্ক জুড়ে ৬৫ স্টলে সরকারি প্রতিষ্ঠান বেসরকারী ও সামাজিক সংস্থা তাদের ডিজিটাল কর্মকান্ড নিয়ে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় র‍্যালি শেষে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগিয় কমিশনার মো. গোলাম মোস্তফা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্ধোধন করেন। 

এ উপলক্ষে মেলা চত্বরে শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইয়েদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আলম মজুমদার, উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়কত আলী তালুকদার ও কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শেখ আবু বকর ছিদ্দিক বিশেষ অতিথি ছিলেন। 
 মন্তব্য