kalerkantho


শরীয়তপুরে ট্রাক উল্টে নিহত ৩, আহত ৯

শরীয়তপুর প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০১৮ ২২:১০শরীয়তপুরে ট্রাক উল্টে নিহত ৩, আহত ৯

প্রতীকী ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাক খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯ জন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শরীয়তপুর-চাঁদপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে ফরিদপুরের উদেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুরে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক ও হেলপারসহ ১২ ব্যক্তির মধ্যে ৩ জন ট্রাকের নিচে আটকরা পড়ে নিহত হয়। এ ঘটনায় আহত হয় ৯ জন। আহত ও নিহতদের মধ্যে চালক ও হেলাপার ছাড়া সবাই লেবার। 

আহতদের মধ্যে ৪ জনকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত এবং নিহতদের বাড়ী জামালপুর জেলার শেরপুর, সরিষা বাড়ী ও মাদারগঞ্জ উপজেলায় বলে জানাগেছে। এ ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

নিহতরা হলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মদন কোপাল গ্রামের হাতেম মিয়ার ছেলে হালিম (২২) একই উপজেলার চরনান্দিনা গ্রামের হারেছের ছেলে সাদ্দাম হোসেন (২২) ও শেরপুর থানার চরকহিমারি থানার শাহজামান (৩০)।

ভেদরগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বলেন, ট্রাকের নিচে আটকে পড়া ৩ জন সম্ভবত মারা গেছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।মন্তব্য