kalerkantho


নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি    

২২ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:০৯নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রত্নাদীঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ছাত্রের নাম মাসুদ(১৭)। সে উপজেলার বড়বাড়িয়া গ্রামের মোঃ মারফুদুল ইসলাম(মারফু) ছেলে। 

জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে মাসুদসহ তিনজন বাড়িতে ফিরছিল। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে পাশে দাড়িয়ে থাকা ভটভটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাসুদ ঘটনাস্থলেই মারা যায়। অপর দুইজন আহত হয়।  

নবাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এ বিষয়টি নিশ্চিত করেন। মন্তব্য