kalerkantho


বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৪৮বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া গ্রামের নিজের মৎস্যঘেরে মো. ফরিদ মল্লিক (৪৫) নামে স্থানীয় ওই যুবলীগ বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদ মল্লিক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া গ্রামের মজিদ মল্লিকের ছেলে। সে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

ফরিকহাট থানার ওসি আবু জাহিদ শেখ জানান, যুবলীগ নেতা ফরিদ বৃহস্পতিবার দুপুরে তার নিজের মৎস্যঘেরে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যায়। এসময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদ গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মন্তব্য