kalerkantho


কাউখালীর নিভৃত চরে প্রতিবন্ধীদের ভাষার মিনার

দেবদাস মজুমদার, আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:১০কাউখালীর নিভৃত চরে প্রতিবন্ধীদের ভাষার মিনার

নিয়তির পরিহাসে ওরা কেউ বাক প্রতিবিন্ধী, কেউ শারীরিক আর কেউবা বুদ্ধি প্রতিবন্ধী। কয়েকটি নির্বাক মুখে কথা নেই তবে বুকের ভেতর ভাষার অনুভূতি প্রবল। আমাদের মহান ভাষা সংগ্রামের কিছুটা হয়তো বুঝে গেছে ওরা। তাই মহান একুশে ফ্রেব্রুয়ারিতে ওদের বুকের ভেতর গর্ব জাগায়।

নিভৃত চরে আশ্রিত এসব  প্রতিবন্ধী শিশুর দল ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মিলিত হয়েছে। বড়দের সহায়তা নিয়ে ওরা নিভৃত চরে গড়ে তুলেছে শহীদ মিনার। কলাগাছ দিয়ে তৈরি এ শ্রদ্ধার মিনারে ওরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ভাষা শহীদদের নামে মিলাদেরও আয়োজন করে। কাগজে শহীদ মিনারের ছকি এঁকে ওরা কলাগাছ দিয়ে মিনার সাজিয়ে মাতৃভাষা দিবস পালন করে।

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী তীরের নিভৃত আমড়াজুরী চরে আবাসনে আশ্রিত ১০ জন বাক প্রতিবন্ধী শিশুর দল মাতৃভাষা দিবস পালন করে। মঙ্গলবার দিনভর ওরা ১০ প্রতিবন্ধী মিলে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে এবার মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি নেয়। চরে আশ্রিত সুবিধাবঞ্চিত এ ১০ প্রতিবন্ধী শিশুকে নিয়ে স্থানীয় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন প্রতিবন্ধী শিশুদের মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার সন্ধ্যা নদী তীরের নিভৃত চর আমড়াজুরী আবাসন প্রকল্পে ৪০টি পরিবার বাস করে। ঘূর্ণিঝড় সিডর পরবর্তী চরে এ আবাসন প্রকল্প গড়ে তোলা হয়। ওই আবাসনে আশ্রিত দরিদ্র পরিবারগুলোতে ১০ জন প্রতিবন্ধী শিশু রয়েছে। এদের মধ্যে চার শিশু বাক প্রতিবন্ধী শারমীন (১৪), রিফাত (১১), রিয়াজ (১৮) ও নিজাম (৮)। পাঁচ শিশু বুদ্ধি প্রতিবন্ধী আসমা (১০), তানজিলা (১৫), আরিফা (১২), জাহিদ (১৮) ও নয়ন (৮) । এ ছাড়া এক শিশু শারীরিক প্রতিবন্ধী কান্তা (১০) চরে বসবাস করে। এসব শিশু স্থানীয় একটি প্রতিবন্ধী পাঠশালায় লেখাপড়া করে।

এই ১০ প্রতিবন্ধী শিশু মিলে এবার নিজেদের মতো করে মাতৃভাষা পালন করছে। কলাগাছে নির্মিত শহীদ মিনারের  পাদদেশে এসব শিশুরা শহীদ মিনার অংকন করে।  চার বাক প্রতিবন্ধীর মা মনজিলা বেগম সব প্রতিবন্ধী শিশুর হাতে কাগজ ও রং পেনসিল তুলে দেন।

মনজিলা বেগম বলেন, 'মাতৃভাষা দিবস পালনের এমন আয়োজনে আমরা খুশি। এতে আমাগো পোলা মাইয়ারাও খুব খুশি। ওরা সবাই একসঙ্গে কলাগাছের শহীদ মিনারে ফুল দেবে। এ ছাড়া শহীদগো জন্য মিলাদ ও দোয়ারও আয়োজন করা হইছে।'

আমড়াজুরী আবাসনের প্রকল্পের সভাপতি মো. চাঁন মিয়া বলেন, 'আবাসনে ১০ শিশু প্রতিবন্ধী। ওরা মাতৃভাষা পালন করছে। এতে চরবাসী আমরা সবাই খুশি।'

কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি  আবদুল লতিফ খসরু বলেন, 'প্রতিবন্ধী শিশুদের একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে ও শহীদ মিনারের সঙ্গে পরিচিত করিয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। চরে আশ্রিত ১০ জন প্রতিবন্ধী শিশু ও চরবাসী মিলে এখানে মাতৃভাষা পালন  করেছে।'   মন্তব্য