kalerkantho


মরণোত্তর দেহ দান করলেন ফরিদপুরের দুই কর্মজীবী নারী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০১:৩২মরণোত্তর দেহ দান করলেন ফরিদপুরের দুই কর্মজীবী নারী

ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর ইউনিটের দুই কর্মী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী ও অ্যাডভোকেট অর্চনা দাস মরণোত্তর দেহ দান করেছেন। চিকিৎসা শাস্ত্রের অ্যানাটমি বিভাগের শিক্ষার্থীদের চিকিৎসা বিদ্যার শিক্ষা সংক্রান্ত কাজের সুবিধার্থে তারা স্বেচ্ছায় দান করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম খবিরুল ইসলামের হাতে তারা অঙ্গীকারনামা তুলে দেন।

অ্যাডভোকেট শিপ্রা গোম্বামী বলেন, এ নশ্বর দেহ যদি চিকিৎসা শাস্ত্রের মতো মহান পেশার শিক্ষার্থীদের কাজে লাগে তবেই আমার মানব জীবন ধন্য হবে। তিনি এর আগে মরণোত্তর চক্ষু দান করেছেন।

মরণোত্তর দেহদান সম্পর্কে অ্যাডভোকেট অর্চনা দাস বলেন, চিকিৎসা শাস্ত্রের বৃহত্তর স্বার্থেই নিজেকে সমর্পণ করেছি।

ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম খবিরুল ইসলাম বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। এতে আরো অনেকে দেহ দানে উৎসাহী হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।মন্তব্য