kalerkantho


সন্তানদের প্রতি অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে : দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি   

২০ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:৫১সন্তানদের প্রতি অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে : দীপু মনি

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সন্তানকে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠালে চলবে না। তাদের সম্পর্কে খোঁজ-খবর রাখতে হবে অভিভাবককে। কারণ, তারা কোথায় যায়, শিক্ষা অর্জনে ঠিকমত স্কুল-কলেজে যাচ্ছে কিনা-তাও জানতে হবে। তিনি সন্তানদের প্রতি আরো দায়িত্বশীল হতে অভিভাবকদের পরামর্শ দেন।

আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. দীপু মনি আরো বলেন, অনেক ত্যাগ আর আন্দোলনের ফসল আমাদের আজকের এই বাংলাদেশ। তিনি এই ভাষার মাসে ভাষাবীর ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, চাঁদপুর চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ সভাপতি সুভাষ চন্দ্র রায়, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ চাঁদপুরের বিশিষ্টজনরা।   

পরে দীপু মনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।মন্তব্য