kalerkantho


ফরিদপুরের বিশ্বজাকের মঞ্জিলে ওরশ শেষ

ফরিদপুর প্রতিনিধি   

২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:১২ফরিদপুরের বিশ্বজাকের মঞ্জিলে ওরশ শেষ

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্বজাকের মঞ্জিলে চার দিনের বার্ষিক ওরশ শরীফ শেষ হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর রওজা শরীফ জিয়ারত ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।  

গত শনিবার থেকে শুরু হওয়া চার দিনের বার্ষিক ওরশ শরীফে যোগ দেন দেশ-বিদেশের লাখো আশেকান ও জাকেরান। এই চার দিন ওয়াক্তিয়া নামাজের সাথে সাথে নফল ইবাদত-বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া বিশ্বওলী খাজা বাবার আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক এবং মোস্তফা আমীর ফয়সাল দফায় দফায় সমবেতদের সাক্ষাৎ ও নছিহত করেন।মন্তব্য