kalerkantho


ফরিদপুরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৪৮বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগ সরকারকে জনবান্ধব আখ্যা দিয়ে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। 

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি আরো বলেন, আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সুন্দর দেশ গড়তে ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। 

সালথা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, মো. ওহিদুজ্জামান, ফজলুল মতিন বাদশা মিয়া, ফারুক উজ্জামান ফকির মিয়া প্রমুখ।মন্তব্য