kalerkantho


চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    

২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৫১চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকে বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। এই অবস্থায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পাঠানপাড়ার বিএনপি কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

এ সময় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে  খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। মন্তব্য