kalerkantho


বাগাতিপাড়ায় অমর একুশে বই মেলার উদ্বোধন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ২২:২২বাগাতিপাড়ায় অমর একুশে বই মেলার উদ্বোধন

ছবি : কালের কণ্ঠ

নাটোরের বাগাতিপাড়ায় আমরা ক’জন স্পোর্টিং ক্লাব এর আয়োজনে ২৬ তম অমর একুশে বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সন্ধায় বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে পতাকা উত্তলন, মোমবাতি প্রজ্জলন, ফানুস উড়ানো ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। লোক নাট্য গবেষক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি কাজী সাইদ হোসেন দুলাল এ মেলার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম।
 মন্তব্য