kalerkantho


সালথার নবকাম কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:২৬সালথার নবকাম কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে  ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পিঠা উৎসব হয়েছে। এ মেলায় ১২টি স্টলে প্রায় এক’শ রকমের দেশীয় পিঠা স্থান পায়। আজ সোমবার দুপুরে কলেজ মাঠে এ পিঠা মেলার উদ্বোধন করেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু।

তিনি বলেন, শীতে পিঠা তৈরি ও খাওয়া বাংলা সংস্কৃতির ঐতিহ্য। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সে ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মিঞা লুত্ফার রহমান, কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের হাসান, শ্যামলী আক্তার প্রমুখ। পরে অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন।মন্তব্য