kalerkantho


ভোলায় জলবায়ুর বিপদাপন্নতা মোকাবেলায় প্রস্তুতিসভা

ভোলা প্রতিনিধি    

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ২৩:৩১ভোলায় জলবায়ুর বিপদাপন্নতা মোকাবেলায় প্রস্তুতিসভা

ছবি : কালের কণ্ঠ

উপজেলা প্রশাসন ও নাগরিক সমাজের সংগঠনের আয়োজনে ভোলায় স্থানীয় পর্যায়ে জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় চাহিদা সমুহ চিহ্নিতকরণ এবং প্রাক-বাজেট ২০১৮-১৯ পুর্ব প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ হল রুমে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়্যারমান ও ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়্যারমান মো: ইউনুছ।

এছাড়া উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়্যারমান তাজুল ইসলাম, কোস্ট ট্রাস্ট জেলা টিম লিডার রাশেদা বেগম, জনসংগঠনের সহ সভাপতি সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মো: নেয়ামতউল্লাহ, কোস্ট ট্রাস্টের মনিটরিং অফিসার রাজিব ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার জিহাদসহ সুশীল সমাজের নাগরিক বৃন্দ।মন্তব্য