kalerkantho


মেহেরপুর জেলা বিএনপির স্মারকলিপি প্রদান

মেহেরপুর প্রতিনিধি   

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:৪৬মেহেরপুর জেলা বিএনপির স্মারকলিপি প্রদান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।

আজ রবিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা জেলা প্রশাসক পরিমল সিংহ এর কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপিটি গ্রহণ করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, আ্যাড, মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
 
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মাসুদ অরুন। মন্তব্য