kalerkantho


নোয়াখালীতে জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:৫০নোয়াখালীতে জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, নোয়াখালী পৌর বিএনপির ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজল ও যুবদল কর্মী রবিউল ইসলাম।

নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভিপি জানান, সকালে জেলা প্রেস ক্লাব চত্বরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে বিএনপি। গণস্বাক্ষর কর্মসূচিতে আসার পথে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, ফজল ও রবিউলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। 

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, থানায় মামলা থাকায় জেলা বিএনপির সভাপতি নুরুল আমিন খানসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 মন্তব্য