kalerkantho


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে ২ শিশু মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:১০সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে ২ শিশু মৃত্যু

ছবি : কালের কণ্ঠ

গতকাল শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খেলা করার সময় করতোয়া নদীতে পড়ে ডুবে মারা গেছে ২ শিশু। নিহতরা হলো শাহজাহানপুর গ্রামের মোঃ হেলাল হোসেনের ছেলে মোঃ আহাদ (৩) ও একই গ্রামের মোঃ হাফিজুল ইসলামের ছেলে রাশিদুল (৩)। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। 

শাহজাহানপুর গ্রামের মোঃ আরজু জানান, শুক্রবার বিকেলে অন্যান্য দিনের মতো শিশু আহাদ ও রাশিদুল খেলতে গিয়ে অসাবধানবশত করতোয়া নদীতে পড়ে ডুবে যায়। এ সময় নদীতে মাছ ধরতে আসা জেলে সুনিল হালদার একটি শিশুকে ভাসতে দেখে। সুনিল হালদার ভেসে যাওয়া শিশুটিকে উদ্বার করার সময় পাশে অন্য আরেকটি শিশু ভাসতে দেখে। পরে তিনি শিশু ২ টিকে উদ্বার করেন। 

শিশুর স্বজন আরজু জানান, পানিতে ডুবে পড়া ২ শিশু একে অপরের চাচা-ভাতিজা সম্পর্ক। আজ শনিবার সকালে গ্রামের কবরস্থানে তাদের দাফন কাজ সম্পন্ন হয়েছে। মন্তব্য