kalerkantho


মাগুরায় বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি পালন

মাগুরা প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:২৮মাগুরায় বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি পালন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মাগুরার এমপি কাজী সালিমুল হক কামালের কারাদণ্ডের প্রতিবাদ ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরা জেলা বিএনপি আজ গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে। শহরের জেলা পাড়ায় শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলী, খান হাসান ইমাম সুজা, বদরুল আলম হিরো, ইকবাল আকতার, ফারুক আহমেদ বাবুল শাহেদ হাসান টগর, কুমুদ রঞ্জন বিশ্বাস, সাখাওয়াত হোসেন, কুতুব উদ্দিন, মুন্সী হাফিজুর রহমান বাবলু, তানজিরা রহমান, আবুল কালাম আজাদ, প্রমুখ।  

আরো পড়ুন: প্রশ্নপত্র ফাঁস: বকশীগঞ্জে এক শিক্ষক আটক, পলাতক একমন্তব্য