kalerkantho


দীর্ঘ ২৮ বছর পর পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায়

ধর্মপাশায় যুবলীগের আনন্দ মিছিল

হাওরাঞ্চল প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:৫৮ধর্মপাশায় যুবলীগের আনন্দ মিছিল

ছবি : কালের কণ্ঠ

মোজাম্মেল হোসেন রোকনকে সভাপতি ও ইকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে দীর্ঘ ২৮ বছর পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা যুবলীগের ৭১ বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় ধর্মপাশায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। 

আজ বুধবার বিকেলে নব-গঠিত ওই কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইকরাম হোসেনের নেতৃত্বে প্রায় ২ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনঃরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় নব গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েমের সঞ্চালনায় জেলা যুবলীগের আহবায়ক খাইরুল হুদা চপল ও যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহম্মেদসহ সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআরখান পাঠান, আলী ইউনুছ, আতাউর রহমান লিটু, যুগ্ম সাধারন সম্পাদক এনায়েত হোসেন, মাসুম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, তাজ উদ্দিন, সাগর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহম্মেদ চৌধুরী প্রমুখ। মন্তব্য