kalerkantho


ঠাকুরগাঁওয়ে অসুস্থ শিশুদের হাতে ফল তুলে দিয়ে ভালোবাসার প্রকাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:১২ঠাকুরগাঁওয়ে অসুস্থ শিশুদের হাতে ফল তুলে দিয়ে ভালোবাসার প্রকাশ

ছবি : কালের কণ্ঠ

নিজেদের সঞ্চিত টাকায় অসুস্থ শিশুদের হাতে ফল তুলে দিয়ে ভালোবাসার ব্যাপতয় ঘটালো ঠাকুরগাঁওয়ে শিশু কিশোরদের সংগঠন 'এক জন অন্যের জন্য' এর সদস্যরা। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তীকৃত প্রায় শতাধিক শিশুদের মধ্যে ফল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো: আবু খয়রুল কবির। 

সংগঠনের সভাপতি তানভির হাসান হৃদয় জানান, সমাজের মন্দ কাজগুলোকে না বলা ও ভালো কাজে নিজেদের যুক্ত করার উদ্দ্যেশে বিভিন্ন ক্লাসের ১৫৯ জন শিক্ষার্থী মিলে গত একবছর পূর্বে এই সংগঠন যাত্রা শুরু করে। এখানে নিজেদের হাত খরচের টাকা সঞ্চয় করে ভালো কাজে ব্যাবহার করা হয়।  মন্তব্য