kalerkantho


ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:২২ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরে নানা কর্মসূচিতে আজ বুধবার মুক্তিযোদ্ধা সংসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার সকালে শহরের মুজিব সড়কের জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওইস্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা কার্যালয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন  সাবেক জেলা কমান্ডার মুহাম্মদ আবুল ফয়েজ শাহনেওয়াজ।

আরো পড়ুন বাংলাদেশ এখন অনেক নিরাপদ: আইজিপি

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সংসদের সাবেক  ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার শামসুদ্দিন ফকির, সাবেক ডেপুটি কমান্ডার কমলেশ চক্রবর্তী ভানু প্রমুখ। 

আরো পড়ুন ঝালকাঠিতে শিব চতুর্দশীর অনুষ্ঠান শুরু

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে।মন্তব্য