kalerkantho


মধুখালীতে বিএনপির অনশন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:৩৭মধুখালীতে বিএনপির অনশন কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার ফরিদপুরের মধুখালীতে উপজেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হচ্ছে।

মধুখালী পৌর বিএনপির উদ্যোগে উপজেলা প্রেসক্লাবের সামনের চত্বরে এ অনশন কর্মসূচি আজ বুধবার সকাল  ১১টায় শুরু হয়। কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

অনশন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী মোল্লা,ইয়াছিন বিশ্বাস,ইলিয়াস বিশ্বাস জাপান, ইকবাল হোসেন ইকবাল প্রমুখ।

আরো পড়ুন ঝালকাঠিতে বিএনপির অনশন কর্মসূচি

বক্তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার সাজা প্রত্যাহার ও তাঁর  নিঃশর্ত মুক্তির দাবি জানান। 

আরো পড়ুন লক্ষ্মীপুরে বিএনপির গণঅনশনমন্তব্য