kalerkantho


ঝালকাঠিতে বিএনপির অনশন কর্মসূচি

ঝালকাঠি প্রতিনিধি    

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৪৩ঝালকাঠিতে বিএনপির অনশন কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ বুধবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের ভেতর অনশনে বসেন তাঁরা।

কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল প্রমুখ।

আরো পড়ুন লক্ষ্মীপুরে বিএনপির গণঅনশন

বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। 

আরো পড়ুন 'নির্বাচনে সব দলের অংশগ্রহণের উদ্যোগ নেবে ইসি'মন্তব্য