kalerkantho


গাজীপুরে ট্রাকচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০১:২৯গাজীপুরে ট্রাকচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, কোনাবাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে বলে জানা গেছে।মন্তব্য