kalerkantho


নোয়াখালীতে বিক্ষোভ করতে পারেনি বিএনপি

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী    

৯ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:২২নোয়াখালীতে বিক্ষোভ করতে পারেনি বিএনপি

নোয়াখালী জেলা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দখলে থাকায় জুমা নামাজের পর পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি।

জুমার নামাজের পর জেলা জামে মসজিদ চত্বরে জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক আ্যডভোকেট আবদুর রহামানের  নেতৃত্বে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় পুলিশ তাদেরকে বাধা দিলে তারা ওই স্থান ত্যাগ করেন।

জুমার নামের পর দেখা যায়, নোযাখালী জেলা শহরের মাইজদী জামে মসজিদের নামাজের আগেই রাস্তায় পুলিশ, ডিবি, আনসার বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের যৌথভাবে রাজপথে গাড়ির টহল দিতে দেখা যায়।

আরো পড়ুন কিশোরগঞ্জে বিএনপির ২১ নেতাকর্মী আটক 

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যডভোকেট আবদুর রহমান জানান, জুমার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নোয়াখালী জেলা শহরের জামে মসজিদ প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশের বাধায় তারা কর্মসূচি পালন করতে পারেননি। তবে আগামীকাল শনিবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা থাকায় পুলিশের টহল গাড়ি বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। কোন ধরনের সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।মন্তব্য