kalerkantho


গোপালগঞ্জে বিএনপির ছয় নেতাকর্মী আটক

গোপালগঞ্জ প্রতিনিধি    

৯ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:২০গোপালগঞ্জে বিএনপির ছয় নেতাকর্মী আটক

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে মুকসুদপুর ও কোটালীপাড়া থেকে আটক করা হয়।

মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে এলাকায় নাশকতা ঘটাতে পারে- এমন আশঙ্কায় মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাচ্চু শেখকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা 

এদিকে, কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন, নাশকতা ঠেকাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ  শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন ফরিদপুরে মিছিল করতে পারেনি বিএনপিমন্তব্য