kalerkantho


লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি    

৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:২৪লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়া ও তারেক জিয়াসহ অন্যদের কারাদন্ড হওয়ার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে লালমনিরহাট জেলা বিএনপি। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আরো পড়ুন বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা এ কে এম মমিনুল হক, জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক এম এ হালিম, অ্যাডভোকেট ফজলুল হক, জেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমুখ। 

আরো পড়ুন ধর্মপাশায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলামন্তব্য