kalerkantho


নরসিংদীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি    

৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:৫৪নরসিংদীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির দেওয়া কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা বিএনপি। আজ শুক্রবার দুপুর ২টায় শহরের চিনিশপুর এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি  পালন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশের শক্ত অবস্থানে তাঁরা এগোতে পারেননি। পরে মিছিলটি ঘুরিয়ে নরসিংদী তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় কেন্দ্রের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, জেলা বিএনপির সাধারণ  সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মল্লিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনি, নরসিংদী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

 মন্তব্য