kalerkantho


গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি   

৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:১০গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুল হালিম(২২) ও বাপ্পি(২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানার এসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে গফরগাঁও-হোসেনপুর সড়কের তেতুলিয়া মোড় থেকে শিলাসী গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল হালিম ও রাঘাইচটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বাপ্পিকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় আটক দুইজনের দেহ তল্লাশি করে ৫ পিচ করে  ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আজ শুক্রবার সকালে মাদক আইনে মামলা দিয়ে তাদের ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্র্জ আব্দুল আহাদ খান বলেন, আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।মন্তব্য