kalerkantho


বিরামপুরে মাদকসহ তিন বিক্রেতা আটক

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জানুয়ারি, ২০১৮ ১১:০২বিরামপুরে মাদকসহ তিন বিক্রেতা আটক

দিনাজপুরের বিরামপুরে ১১২ পুড়িয়া হেরোইন, ২৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪৮ হাজার ৯৪১ টাকাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার কৃষ্টচাঁদপুর নতুনপাড়ায় অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদেরকে আটক করা হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন উপজেলার কৃষ্টচাঁদপুর এলাকার মো. সেলিমের স্ত্রী মোসা. মাহফুজা বেগম (৩২), একই এলাকার হাফিজুল ইসলামের ছেলে রহিত মণ্ডল (২১) ও একই উপজেলার দেবীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওমর আলী (৪৫)।

র‍্যাব ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।মন্তব্য