kalerkantho


পাটগ্রামে দুঃস্থদের মাঝে বসুন্ধরা কিংসের কম্বল বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি   

২৩ জানুয়ারি, ২০১৮ ২২:২৬পাটগ্রামে দুঃস্থদের মাঝে বসুন্ধরা কিংসের কম্বল বিতরণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁরা শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন বয়সী কয়েকশ দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের বৃহত্তম শিল্প গ্রুপ বসুন্ধরার ফুটবল টিম ‘বসুন্ধরা কিংস’। বসুন্ধরা কিংস ফ্যানস ক্লাব বুড়িমারী এবং বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (হিসাব ও অর্থ) আহসান হাবিব বাদশার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

গত শনিবার দুপুরে শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম। এতে প্রধান অতিথি হিসেবে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (হিসাব ও অর্থ) আহসান হাবিব বাদশা, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুজ্জামান শাহীন, আওয়ামী লীগ নেতা সামছুল আলম ও ব্যবসায়ী এরশাদুল আলম মাসুদ।

এবারের প্রচণ্ড শীতে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেওয়ায়  বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত অতিথিরা। মন্তব্য