kalerkantho


শিবালয়ে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও দুঃস্থদের কম্বল বিতরণ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি   

২৩ জানুয়ারি, ২০১৮ ২২:২০শিবালয়ে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও দুঃস্থদের কম্বল বিতরণ

মানিকগঞ্জের শিবালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাইলি একতা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পিএসসি ও জিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সম্মাননা ও ২৫০ জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমূজ সাদাত সেলিম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন প্রমুখ।


মন্তব্য