kalerkantho


শিবালয়ে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও দুঃস্থদের কম্বল বিতরণ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি   

২৩ জানুয়ারি, ২০১৮ ২২:২০শিবালয়ে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও দুঃস্থদের কম্বল বিতরণ

মানিকগঞ্জের শিবালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাইলি একতা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পিএসসি ও জিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সম্মাননা ও ২৫০ জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমূজ সাদাত সেলিম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন প্রমুখ।মন্তব্য