kalerkantho


শেরপুরে কোচিং বাণিজ্য নোট বই বিরোধী মানববন্ধন

শেরপুর প্রতিনিধি   

২৩ জানুয়ারি, ২০১৮ ২২:০৮শেরপুরে কোচিং বাণিজ্য নোট বই বিরোধী মানববন্ধন

শেরপুরে কোচিং বাণিজ্য, নোট বই, গাইড বিরোধী মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে সচেতন নাগরিক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট নারায়ণ হোড়, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, শেরপুর কলেজ শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শওকত হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, কোচিং বাণিজ্য এবং গাইড, নোট বই কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে নষ্ট করছে। এক শ্রেণির জ্ঞানপাপী শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করে ব্যবসার ফাঁদ পেতেছে। এদের হাত থেকে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে। তারা নোট, গাইড ও কোচিং বাণিজ্য বন্ধে সরকার এবং দুর্নীতি দমন কমিশনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।    

 মন্তব্য