kalerkantho


গফরগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি   

২৩ জানুয়ারি, ২০১৮ ২১:৩৫গফরগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মজিবর রহমান(৩৮) ও মিলি আক্তার(২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আটককৃতদের মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের ষোলহাসিয়া ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মৃত হাক্কু শেখের ছেলে মাদক ব্যবসায়ী মজিবর রহমানকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। পরে পৌর শহরের নামা শিলাসী ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ইদ্রিস আলীর মেয়ে মিলি আক্তারকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। 

উল্লেখ্য, আটককৃত মজিবর রহমানের বিরুদ্ধে গফরগাঁও থানায় পূর্বের ৬টি মাদক মামলা ও মিলি আক্তারের বোন মৌসুমীর বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে। 

গফরগাঁও থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নতুন মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।

 মন্তব্য