kalerkantho


ফরিদপুরে কোচিং ও গাইড বইবিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৩ জানুয়ারি, ২০১৮ ১৫:৪২ ফরিদপুরে কোচিং ও গাইড বইবিরোধী মানববন্ধন

ফরিদপুরে কোচিং বাণিজ্য এবং নোট ও গাইড বইবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকালে ফরিদপুর জিলা স্কুলের সামনের মুজিব সড়কে 'সচেতন নাগরিক ও অভিভাবকবৃন্দ'র ব্যানারে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শ  শিক্ষার্থীও অংশ নেয়।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. ফজলুর রহমান, অধ্যাপক আলতাফ হোসেন, ইজাজুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাজেদা 

বক্তারা বলেন, বতর্মান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে ক্লাসে ও পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিছু  অসাধু শিক্ষা ব্যবসায়ী কোচিং বাণিজ্য, নোট বই ও গাইড বিক্রির মাধ্যমে শিক্ষার্থীদের মূল  শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখছে। অবিলম্বে কোচিং বাণিজ্য বন্ধ এবং নোট ও গাইড বই বন্ধ করতে হবে।

আরো পড়ুন সুন্দরবনের বাঘকে পিটিয়ে হত্যা, আহত ৪ 

বক্তারা আরো বলেন, কোচিং বাণিজ্য শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এই অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে অনেক অভিভাবক অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন।মন্তব্য