kalerkantho


সুন্দরবনের বাঘকে পিটিয়ে হত্যা, আহত ৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি    

২৩ জানুয়ারি, ২০১৮ ১৩:৪৮সুন্দরবনের বাঘকে পিটিয়ে হত্যা, আহত ৪

সুন্দরবন পূর্ব অঞ্চলের বাগেরহাটের মোরেলগঞ্জ এলাকায় আজ মঙ্গলবার সকালে একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সুন্দরবন থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

হিংস্র বাঘটি গ্রামে ঢুকে একটি মাছের ঘেরের ভেতর দুই ব্যক্তিকে আক্রমণ করে। এ সময় বাঘটিকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।

খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)-এর কর্মীরা নিহত বাঘটিকে উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহামুদুল হাসান বন্যপ্রাণি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগের ডিএফও মো. মদিনুল আহসান ও গুলিশাখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আরো পড়ুন চলে গেলো ‘কমলা সুন্দরী’ 

সাড়ে ছয় ফুট লম্বা বাঘটির মৃতদেহ ময়নাতদন্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোংলার চাঁদপাই রেঞ্জের জিউধরা ফরেস্ট স্টেশনে নেওয়া হয়েছে।

আরো পড়ুন কুকুরের ধাওয়ায় গাছের মগডালে বিড়াল, উদ্ধারে ফায়ার সার্ভিস 

বাঘটির মৃতদেহ উদ্ধারকারী ভিটিআরটি সদস্য বারেক হাওলাদার বলেন, 'ভোররাতে ক্ষুধার্ত স্ত্রী বাঘটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে কয়েকজনকে আক্রমণ করে। এতে গুলিশাখালী গ্রামের ছাব্বির সরদার (২২), আলামিন গাজী (২৫), সারোয়ার হোসেন দলাল (২৮), মাসুম দলাল (৩০) এবং ভিটিআরটি সদস্য মজিবর সরদার আহত হন।

এদের মধ্যে গুরুতর জখম অবস্থায় মাসুম দলালকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে । মন্তব্য