kalerkantho


বরিশালে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

বরিশাল অফিস    

২২ জানুয়ারি, ২০১৮ ১৮:৪০বরিশালে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

ছবি : কালের কণ্ঠ

শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির আর সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যদিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা দেবী সরস্বতীর পূজা। শ্রী পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় আজ সোমবার সকাল থেকেই অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে পূজা শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায় বারোয়ারি পূজা এবং ব্যক্তিগত মিলিয়ে বরিশাল নগরীতে প্রায় পাঁচ হাজারের অধিক পূজা মণ্ডবে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

পূজা উপলক্ষে মণ্ডবগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলী নিবেদন করতে শত শত বিদ্যার্থীরা তাদের স্কুল কলেজে এসে উপস্থিত হয়। দেবীর কাছে পুরোটা বছর যেন নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশুনা করে ভালো ফলাফল করতে পারেন এই কামনা করে। আর নিজেদের ও সংসারের অন্যদের মঙ্গল কামনা করেন বয়স্ক ভক্তরা। 

পূজা উদযাপন কমিটির সদস্য ও অমৃত লাল দে মাহবিদ্যালয়ের প্রভাষক দেবাশীষ চক্রবর্তী জানান, গতবছরের চেয়ে এ বছর বরিশাল নগরীতে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সকালে অঞ্জলি প্রদান, যজ্ঞ অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আরতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পূজা শেষ হয়।  মন্তব্য