kalerkantho


ফরিদপুরে আনসার ও ভিডিপি সদস্য সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২২ জানুয়ারি, ২০১৮ ১৮:০২ফরিদপুরে আনসার ও ভিডিপি সদস্য সমাবেশ

ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের নয় উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের কমলাপুর এলাকার চাঁদমারী সংলগ্ন জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি ঢাকা রেঞ্জের পরিচালক মো. নুরুল হাসান ফরিদী।

ফরিদপুর জেলা কমান্ড্যান্ট এনামুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, ফরিদপুর র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন প্রমুখ। 

বক্তারা বলেন, শুধু আইন-শৃঙ্খলা রক্ষাই নয়, যে কোনো পরিস্থিতিতে আনসার ও ভিডিপি সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সেবার অনন্য নজির স্থাপন করেছে। পরে অতিথিরা কর্ম দক্ষতায় সেরা আনসার সদস্যদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন।
    মন্তব্য