kalerkantho


দেবহাটায় নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২২ জানুয়ারি, ২০১৮ ১৭:৩৪দেবহাটায় নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটার সীমান্ত নদী ইছামতি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আসমান আলী শেখ (৫০)। আজ সোমবার দুপুরে উপজেলার সীমান্ত নদী ইছামতির নোয়াপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত আসমান আলী নোয়াপাড়া গ্রামের মৃত মোহর আলী শেখের ছেলে এল জানা গেছে।   
 
এ ব্যাপারে সাতক্ষীরা দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে ফিরে আসার সময় ভোর রাতে সীমান্ত নদী ইছামতির পানিতে ডুবে আসমান আলী শেখ মারা গেছেন। পরে আজ দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ইছামতি নদীর বাংলাদেশ পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মন্তব্য