kalerkantho


জামালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু

জামালপুর প্রতিনিধি    

২২ জানুয়ারি, ২০১৮ ১৫:৫৩জামালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু

'বাড়াবো প্রাণিজ অমিষ, গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।

জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে আজ সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে শিল্পকলা একডেমিতে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন গফরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা 

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান ছানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন নাটোরে মাদকসহ আটক ২

বক্তারা জেলায় প্রাণিসম্পদ বৃদ্ধির মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণ করার লক্ষ্যে কাজ করে যাওয়ার বিষয়ে আলোকপাত করে। মন্তব্য