kalerkantho


চাঁদপুরে নানা আয়োজনে সরস্বতী পূজা

চাঁদপুর প্রতিনিধি   

২২ জানুয়ারি, ২০১৮ ১৪:১৮চাঁদপুরে নানা আয়োজনে সরস্বতী পূজা

চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোর থেকে বিদ্যা দেবী সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুরুতে প্রতিমা স্থাপন, পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলী প্রদান এবং সবশেষে প্রসাদ বিতরণ করা হয়। এই উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিভিন্ন ডিপার্টমেন্ট-এর পক্ষ থেকে পূজার আয়োজন করা হয়।


আরো পড়ুন:


এসময় পূজারীদের উদ্দেশ্যে মন্ত্র পাঠ করেন, প্রবীণ শিড়্গাবিদ প্রফেসর নিরঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেনসহ সনাতনী ধর্মালম্ববী অংশগ্রহণ ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের শিড়্গার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়া শহরের বিভিন্ন পাড়া ও মহলস্নায় সরস্বতী পূজার আয়োজন করা হয়। এবারে চাঁদপুর জেলার আট উপজেলা মিলে প্রায় সহস্রাধিক পূজা মন্ডল তৈরি করা হয়েছে।


আরো পড়ুন: বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী


 মন্তব্য