kalerkantho


সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

২২ জানুয়ারি, ২০১৮ ০৯:০৪সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।

আজ সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: সিলেট শহরের কিছু দর্শনীয় স্থান

জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত যাচ্ছিলেন ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই চারজনের মৃত্যু হয়।

আরো পড়ুন: সিলেটে ‘তথ্যমেলা’ শুরু ২ জানুয়ারি

সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই টঙ্গীর ইজতেমা ফেরত যাত্রী।মন্তব্য