kalerkantho


বান্দরবানে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২১ জানুয়ারি, ২০১৮ ২২:৩৫বান্দরবানে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

ছবি : কালের কণ্ঠ

‘নিরাপদ খাদ্য সম্পর্কে ভোক্তা সচেতনতা’ বিষয়ে দিনব্যাপী এক এডভোকেসি সেমিনার আজ রবিবার বান্দরবান কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক-এর সহযোগিতায় কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই সেমিনারের আয়োজন করে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্যাব বান্দরবান জেলা কমিটির সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এবং ক্যাব-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এসএম নাজের হোসেন সেমিনারে বিষয় ভিত্তিক বক্তব্য তুলে ধরেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌরসভার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং ক্যাব সদস্যগণ এতে উপস্থিত ছিলেন।মন্তব্য