kalerkantho


চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ১৪:৪১চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই শ্রমিকের নাম চন্দন পাল।

আজ রবিবার সকালে খুলশী থানার বাটালি হিল এলাকায় এ ঘটনা ঘটে।

খুলশী থানার এসআই শংকর দাশ সাংবাদিকদের জানান, সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনটিতে কাজ করার সময় সাত তলা থেকে নিচে পড়ে যান চন্দন। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিক মারা যান।

উল্লেখ্য, সাবেক মেয়র এম মনজুর আলমের সময়ে নিম্ন আয়ের মানুষের বসবাসের জন্য ওই ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ওই ভবনে সিটি করপোরেশনের অস্থায়ী অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন।মন্তব্য