kalerkantho


চাকরি জাতীয়করণের দাবিতে

ফরিদপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ জানুয়ারি, ২০১৮ ২২:১২ফরিদপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

ছবি : কালের কণ্ঠ

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে ফরিদপুরে তিনদিনের  অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে ফরিদপুর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার  কার্যালয়ের সামনে সিএইচসিপিরা অবস্থান নেয়। এ কর্মসূচির কারণে জেলার ১৮১টি কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলছে। 

অবস্থান কর্মসূচির সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিএইচসিপি অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় প্রধান সমন্বয়ক মো. রেজাউল করিম মোল্লা, মৌসুমী দে, হাফিজুর রহমান জনি, মার্শাল টিটো প্রমুখ।  

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের ১৪ হাজার কর্মী জনগনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। আমরা ২০১১ সাল থেকে কাজ করেও বেতন ভাতা পাচ্ছি না। ফলে পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। বয়স না থাকায় অন্য চাকরিতেও যেতে পারছি না। তাই আমরা সরকারের কাছে আমাদের চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি।

 মন্তব্য