kalerkantho


নওগাঁয় শহিদ আসাদ দিবসে স্মরণ শোকযাত্রা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি   

২০ জানুয়ারি, ২০১৮ ১৭:৫২নওগাঁয় শহিদ আসাদ দিবসে স্মরণ শোকযাত্রা অনুষ্ঠিত

ছবি : কালের কণ্ঠ

একুশে পরিষদ নওগাঁর আয়োজনে শহিদ আসাদ দিবসে স্মরণ শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় মুক্তির মোড় শহিদ মিনার থেকে শহিদ আসাদ দিবসে স্মরণে স্মরণ শোকযাত্রার আয়োজন করা হয়।  

স্মরণ শোকযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন একুশের পরিষদ নওগাঁ’র উপদেষ্টা মোল্লা মোতাহার উল ইসলাম, বিন আলী পিন্টু, প্রতাপ চন্দ্র সরকার, এম এম রাসেল, তসলিমা ফেরদৌস, সিয়াম আহমেদ, জনি মন্ডল প্রমুখ। 

সভার শুরুতে শহিদ আসাদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা শহিদ আসাদের আত্মজীবনী জাতীয় পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্ত ও জাতীয় ভাবে শহিদ আসাদ দিবস পালন করার দাবি জানান। স্মরণ শোকযাত্রাটি মুক্তির মোড় শহিদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাজের মোড় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

 মন্তব্য