kalerkantho


যশোর রোডের গাছ কাটা স্থায়ীভাবে বন্ধের দাবিতে

ফরিদপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ জানুয়ারি, ২০১৮ ১৭:২৯ফরিদপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন

ছবি : কালের কণ্ঠ

যশোর রোডের শতবর্ষী গাছ কাটার ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুরের বিজ্ঞান আন্দোলন মঞ্চ। আজ শনিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় মো. রাকিবুল ইসলাম বাবু, ইসহাক মোল্লা, রিতু দাস, শীতাংশু ভৌমিক অঙ্কুর, সাইম হোসেন সিয়াম, আকিবুল ইসলাম অভি প্রমুখ বক্তব্য দেন। 

যশোর রোডের গাছ কাটার ওপরে উচ্চ আদালতের দেওয়া ছয় মাসের স্থগিতাদেশকে স্বাগত জানিয়ে বক্তারা গাছ কাটা বন্ধে স্থায়ীভাবে সরকারি সিদ্ধান্তের দাবি জানান। তারা বলেন, বিশ্বের অনেক দেশেই রাস্তার মাঝে গাছ রেখে চার লেন সড়ক করা হয়েছে। প্রয়োজনে সেখানে একই ভাবে চার লেন সড়ক করা হোক। 

 মন্তব্য