kalerkantho


সাভারে বাস চাপায় রিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

২০ জানুয়ারি, ২০১৮ ১৩:৫৭সাভারে বাস চাপায় রিকশা চালক নিহত

সাভারে নৈশকোচের চাপায় অজ্ঞাত পরিচয় একজন (৬০) অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সৌমেন মৈত্র জানান, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।


আরো পড়ুন: তানোরে বাস উল্টে আটজন আহত


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মহাসড়কে চলাচলরত ওই অটোরিকশা চালককে লালমনিরহাট বুড়িমাড়ি থেকে ছেড়ে আসা দ্রম্নতি পরিবহন নামের একটি নৈশকোচ চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই অটোরিকশা চালক নিহত হয়। এঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধাঘন্টা যানচলাচল বন্ধ থাকে। স্থানীয়রা ধাওয়া দিয়ে নৈশকোচটি আটক করলেও এর চালক ও তার সহকারী পালিয়ে যায়।


আরো পড়ুন: রামুতে পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার


 মন্তব্য