kalerkantho


বরিশালে ফেন্সিডিলসহ আইনজীবী আটক

বরিশাল অফিস    

২০ জানুয়ারি, ২০১৮ ১৩:৫১বরিশালে ফেন্সিডিলসহ আইনজীবী আটক

বরিশালে ফেনসিডিলসহ এক আইনজীবিকে আটক করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর নাজির মহল্লার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময়ে তার বাসার একটি প্যাকেট থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত আইনজীবি এ্যাডভোকেট সাইদুল হক জুয়েল মৃত লুৎফুল আলী খানের ছেলে ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল হক আক্কাসের ছোট ভাই।


আরো পড়ুন: ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫


কোতয়ালী মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্ত্বিতে গতকাল সকালে এ্যাড. সাইদুল ইসলাম জুয়েলের নাজির মহল্লাস্থ বাস ভবনের অভিযান চালানো হয়। এ সময়ে তারা বাসার তিন তলার শয়ন কক্ষ থেকে প্যাকেট মোড়ানো অবস্থায় ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় এ্যাড. সাইদুলের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।


আরো পড়ুন: তানোরে বাস উল্টে আটজন আহত


 মন্তব্য