kalerkantho


পাবনায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ১২:৩৮পাবনায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পাবনার দক্ষিণরাঘবপুর এলাকায় বাস চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। ওই ব্যাংক কর্মকর্তার নাম বেলাল হোসেন। তিনি পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় বসবাস করতেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন: পাবনায় বাসে ডাকাতি

পাবনা সদর থানা পুলিশের এসআই গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, মোটর সাইকেলযোগে অফিসে যাওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তিনি গুরুতর ভাবে আহত হন। পয়রে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: পাবনায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতার মৃত্যুমন্তব্য